অপেক্ষাতেই কাটছে প্রহর,
অভিমানের হচ্ছে জয়,
তোমাতেই যে আশ্রয় পাই,
তোমাতেই যে বিষক্ষয়।
পিয়ালী চ্যাটার্জী
উদাসিনী আজ ও একলা বসে ভাবে,
কি করলে সবটুকু দুঃখ ভোলা যাবে...
পিয়ালী চ্যাটার্জী
সুখ খোঁজার অজুহাতে দুঃখ কেনে যারা,
দুঃখই যাদের চিরসঙ্গী সুখ বোঝেনা তারা।
পিয়ালী চ্যাটার্জী
ফুলের মত শিশু ওরা ফুটে উঠুক প্রতি ভোরে,
লিঙ্গ বৈষম্য ভুলে গিয়ে আলো ছড়াক প্রতি সংসারে।
পিয়ালী চ্যাটার্জী মল্লিক