সংকীর্ণতা দূরে ঠেলে ঐক্যের ভারত সাগর সঙ্গমে হোক মিলিত,
ঈশ্বরের সৃষ্ট মানব ধর্মেই অনন্ত সমন্বয়ের আনন্দধারা আছে নিহিত।
মুদ্রার তালে এগিয়ে চলে নৃত্য,
ছন্দ-সুরে ভরপুর আবেগী চিত্ত।
লকডাউনেও বেতন পেয়ে আছ যারা সুখে,
সাহায্যের হাত এগিয়ে দিও দীনহীনদের দুখে।
গণতন্ত্রের নামেই প্রহসন, হরণ বাক-স্বাধীনতা,
ধিক্কারেও টলে না ওদের বিবেকহীন মানবতা।
নিঃস্ব হচ্ছি রোজ, অপ্রত্যাশিত অভিযোগে কলঙ্কিত,
আস্থার সূর্য দিনশেষে রোজ হচ্ছে একেবারে অস্তমিত।
সন্ধ্যার মতোই সবাই একদিন মিলিয়ে যায় রাতের বুকে -
যাবতীয় অজুহাত কিংবা পিছুটান হয়ে যায় ফিকে।
সন্ত্রাসবাদের আঁচড়টা কম্পিত বুকের বামে,
'কালো দিন' থাকুক তোলা শহিদদেরই নামে।
মুখ বুজে এ প্রকৃতি আর সইবে কত?
ধূম্রতাবিলাসী মানুষ আত্মহত্যায় রত।।
কাহিনী থাকে বই ঘিরে, মনের পাতায় স্বপ্ন,
বইমেলাতে মলাট জুড়ে খুঁজে নিই সে রত্ন।