লাল রংটা ওর বড্ড প্রিয়, লাল রংটা ভালোবাসা লাল রংটা ওর জীবনে, না যেন হয় সর্বনাশা মৃন্ময়ী ঐ কুমোরপাড়ায়, চিন্ময়ী ওর প্রাণে দস্যি মেয়েকেই চিন্ময়ী রূপে, বাংলাটা ঘরে আনে - সোহিনী
লাল রংটা ওর বড্ড প্রিয়, লাল রংটা ভালোবাসা লাল রংটা ওর জীবনে না যেন হয় সর্বনাশা মৃন্ময়ী ঐ কুমোরপাড়ায়, চিন্ময়ী ওর প্রাণে, দস্যি মেয়েকেই চিন্ময়ী রূপে বাংলাটা ঘরে আনে। -সোহিনী
নতুন বইয়ের গন্ধ আমার প্রিয়, পুরনো বইয়ের বনেদিয়ানা বুঝি। স্টাইল স্টেটাস চটকদারির মাঝে, সুতোয় বোনা ঢাকাই শাড়ীটা খুঁজি। -সোহিনী
ব্যস্ত সময়ের দুঃখ শুধু এই সময়কে তোমার দেওয়ার সময় নেই। হাতঘড়িটা থমকে যদি যায় তোমার সময় পাগলের মত ধায় তোমার সময় মাথা কুটে শোনো মরে তোমার সময় একটু সময় চায়। -সোহিনী