Riya Singh
Literary Captain
114
Posts
68
Followers
0
Following

কলম চালাই শখের বশে 😄

Share with friends

😊আমরাই নিজেদের শত্রু সবার আগে তারপর তো বাকিরা সুযোগ নিতেই থাকে।

হোঁচট খেলে চোট নিজের ই লাগে, মলম নিজেই খুঁজে হাতে দিয়ে সারিয়ে তুলতে হয়, ভরসা গুলো নিজের কাঁধে চাপিয়ে দিয়ে হেসে হেসে সব কষ্টের দাগ মিলিয়ে মুছে মিলেমিশে আনন্দ মিছিল এ সামিল হতে হবে ❤️

শখ আর সাধ্যের মধ্যে সবসময় বিপরীতে থাকার প্রবণতা থেকেই যায় 💜 _ রাই

অপমান হজম হয় না তাই জবাবদিহিতার ঢেকুড় টা ঠিকঠাক সময়েই ওঠে। __ রাই

সব চোখে পড়ে আমাদের, যেটুকু দরকার তা বাদে বাকিটা সরিয়ে ফেলি। __ রাই

যত এগিয়ে যাওয়া ততটাই পিছুটান গুলো ফেলে আসার তাড়া 💙

সম্পর্কটা আছে কি নেই বরং প্রাপ্য সম্মান টুকু থেকে যাক। যত দোষী হোক না কেন যাদের কাছে ভালো তাই থাকুক। __ রাই

যেখানে সম্মান বিকিয়ে যায়,বাধ্যকতা আসে, ওখানে মানুষ হেসেখেলে নয় বরং অভিনয়ে হাসে ❤️ __ রাই

মানুষ চিনতে শিখলে আমরা তাকে বিশ্বাস করতে ভয় পাই। __ রাই


Feed

Library

Write

Notification
Profile