পৃথিবী হোক করোনামুক্ত দু হাজার বাইশে,
এইটুকু যে আশা মোদের
আর কিছু চাই নে।
বন্ধু সবাই
যদি আমায় ভালবাসিস,
তবেই আসিস
রোগ শয্যায় শুয়ে ঘরে, তোদের কথাই মনে পড়ে।
নতুন বছর প্রথম দিন
আমার অঙ্গিকার
এগিয়ে যাবো আলোর দিকে
শেষ করবো ধর্মান্ধতার।
যেতে গিয়ে বলে যাও দু হাজার উনিশ
কেনো পূর্ণ হতে গিয়েও ভেস্তে গেল
আমার এত গুলো উইশ
জীবনের প্রতিটি অনুভূতি
পাই তোমার গানে,
রবি ঠাকুর সুরের সাথে মিলিয়ে গলা
প্রণাম জানাই তোমার পানে।
ইচ্ছে ছিলো তোমার চোখে
স্বপ্ন হয়ে ধরা দেবো,
রং বেরঙের স্বপ্ন পরশ
দিয়ে তোমায় মাতিয়ে যাবো।
ইচ্ছে ছিলো তোমার চোখে
স্বপ্ন হয়ে ধরা দেবো,
রং বেরঙের স্বপ্ন পরশ
দিয়ে তোমায় মাতিয়ে যাবো।
তোমার সাহস কে হাজার কুর্নিশ
হে ভারতের সৈনিক
মৃত্যু শিয়রে দাঁড়িয়ে জেনেও
তুমি কত নির্ভীক।
কখনো দুঃখে কাতর, কখনো খুশি মন,
এসব নিয়েই কেটে যায় আমাদের জীবন।