ধূসর ছাই জমেছে বুকে, ভালোবাসা হয়েছে ক্ষীণ। নিজের নিজের ব্যস্ত ভবনে, সবাই সবার ভীষণ অপরিচিত। -- ভূমি কন্যা
মন উদাসী দূর হয়েছে এক পলাশীর ছলে, রঙের ছটা লাগলো এসে, বুকের গভীর কোণে। খামখেয়ালী দিন-দুপুরেরা তোমার শিখায় বাঁচে, প্রেম-বিলাসী বসন্তের ওই রঙিন স্বপ্নের কোলে। -- ভূমি কন্যা
দিশাহীন মৃত্যুরা খুঁজে পায় না কবর। অবহেলে তারা জীবিত বর্বর। উষ্ণ চিতার ওম, গায়ে মাখে উল্লাসে, তারা জেগে ওঠে নেক্রোপোলিশের বিন্যাসে। -- ভূমি কন্যা