Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Subrata Das

Abstract

4.9  

Subrata Das

Abstract

পথের পাঁচালী

পথের পাঁচালী

1 min
11.2K


দোকানদার : কি চাই তাড়াতাড়ি বলুন ।

জীবন : একটু রাস্তা হবে ??

দোকানদার : এই নিন কোদাল ।

জীবন : না মানে, বানানো রাস্তা নেই ?? ... কোনো শর্ট কাট ??

দোকানদার : আছে কিন্তু কোনো ওয়ারেন্টি নেই.... যে কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে ।

জীবন (ক্ষিণ করুন কন্ঠে) : কোদাল টাই দিন তবে ।

এদিক ওদিক চেয়ে মাথা নিচু করে এগিয়ে যেতে লাগলো দিশেহারা জীবন ....

....দোকানদারের বেশ কষ্ট হলো ....

পেছন থেকে তিনি একটা হাক দিলেন ,

"ও দাদা , শুনুন একটু ..... এই নিন , এই দূরবীনটা সঙ্গে রাখুন কাজে দেবে । "

..... জীবন অবাক হয়ে চেয়ে রইলো ....

দোকানদার তাকে ঘাবড়ে যেতে দেখে বললেন ...

" রাস্তা বানাতে বানাতে যেদিন ক্লান্ত হয়ে পড়বেন , সেদিন একটু এই দূরবীন টায় চোখ রাখবেন ।"

...... আর হ্যা , এই নিন ডোপামিন বড়ি .... যা ডিপ্রেশন আজকাল বাইরে .... সময় করে একটু হেসে নেবেন কিন্তু ।

"ভালো থাকবেন ..... এগিয়ে যান "


Rate this content
Log in

Similar bengali story from Abstract