Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chiranjit Saha

Classics Inspirational

3  

Chiranjit Saha

Classics Inspirational

শিক্ষা

শিক্ষা

1 min
702


কম্পাউন্ডারের বেড়া টপকে ডাক্তার যুধাজিৎ সেনের কাছে পৌঁছতে ব্যর্থ হলেন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন দে । কাশির টানটা শেষ কয়েকদিনে বেড়েছে বেশ ; তাই কপর্দকশূন্য রথীনবাবু শেষমেষ চিকিৎসার আশায় হাজির হলেন এককালে বিনা পয়সায় টিউশন পড়ানো নিজের পুত্রসম ছাত্রের কাছে । কিন্তু পুরোনো ছাত্র যে এখন মস্ত মানুষ , মস্ত ডাক্তার ! তাই বিতাড়িত রথীনবাবু অবশেষে হতাশ মনোরথে বেরিয়ে পড়েন চেম্বার ছেড়ে । ডাক্তারখানার অপ্রত্যাশিত মানসিক আঘাত যেন ছাপিয়ে গেছে বুকের ব্যাথাকেও । রাস্তায় পা দিতেই হঠাৎ ' স্যার ', ' স্যার ' ডাকে যুধার কথা ভেবে উল্লসিত হয়ে পিছন ঘুরে তাকাতেই আবিষ্কার করলেন পাঁচু রিকশাওয়ালাকে --- যাকে ক্লাস এইটে বিড়ি খেতে দেখে টিসি দিয়েছিলেন রথীন মাস্টার । স্যারকে প্রণাম করে নিজের রিক্সায় চাপিয়ে বাড়ি পৌঁছে দিলেও শত জোরাজুরিতেও ভাড়াটা কিন্তু নেয়নি সেভেন পাশ সেই রিকশাওয়ালা ।


Rate this content
Log in

Similar bengali story from Classics