Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Dona Sheet

Abstract

1.4  

Dona Sheet

Abstract

অন্য বন্ধু

অন্য বন্ধু

1 min
1.8K


 রাত আমার ভীষণ প্রিয়…


রাত যত বাড়তে থাকে, আমি যেন ততই জেগে উঠি | আচ্ছা….তবে কি আমি নিশাচর ?

জানি না ঠিক | তবে হ্যাঁ, রাতে ঝোলা বেলকনির , জানালার গ্রিল ঘেসে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে | বসতে বসতে অনেকটা সময় নিয়ে আমি আকাশ দেখি | আকাশ আমার খুব আপন…. আর কি মনে করি জানো!.....আকাশের আমার মতো দুটো চোখ আছে | দুই চোখ মেলে আকাশও আমার দিকে পূর্ণ দৃষ্টিতে দেখছে | আর আমি বলার আগেই, পড়ে ফেলছে আমার মনের ডাইরির সাদা পাতায় , সাদা কালিতে লেখা কথা গুলো | 


                      আর ওই যে আকাশের উজ্জ্বল চাঁদ! সাথে মিটমিট করে হয়েছে যে তারাগুলো! আর ঐযে সাদাকালো মেঘ ধীরে ধীরে এগোচ্ছে, ওরাও তো আমার খুব কাছের |ওরা তো আমার বন্ধু…|  লম্বা একটা সময় ধরে আমি গল্প করি ওদের সাথে | আমি হাসি -ওরাও হাসে….আমি কাঁদি -ওরাও কাঁদে ….জানো, সব বলি আমি ওদের |আমার যত ভালোলাগা, যত অভিমান ,যত চাওয়া – পাওয়া, আর একরাশ স্বপ্ন…….


                      . অন্ধকারের মাঝে পাহাড় সমান অভিমানী চোখ দুটি মেলে তাকিয়ে থাকি ওই দুরে…আলো দেখি|…….টিমটিম করে জ্বলতে থাকে কারখানার বাতিগুলো|….. লাল আলো - নীল আলো - সাদা আলো - হলুদ আলো- ফেকাসে হলুদ আলো……..|আর…… আর কিছু নিভু নিভু আলো…… 



Rate this content
Log in

Similar bengali story from Abstract