Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Sukumar Roy

Children

2.5  

Sukumar Roy

Children

আহ্লাদী

আহ্লাদী

1 min
3.3K


হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী,

তিনজনেতে জট্‌লা করে ফোক্‌লা হাসির পাল্লা দি ৷

হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই,

হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি হাসছি তাই ৷


ভাবছি মনে, হাসছি কেন ? থাকব হাসি ত্যাগ ক'রে,

ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক ক'রে ৷

পাচ্ছে হাসি চাইতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে,

পাচ্ছে হাসি চিম্‌টি কেটে নাকের ভিতর নোখ গুঁজে ৷


হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দাঁড়,

নৌকা ফানুস পিঁপড়ে মানুষ রেলের গাড়ী তেলের ভাঁড় ৷

পড়তে গিয়ে ফেলছি হেসে 'ক খ গ' আর শ্লেট দেখে—

উঠছে হাসি ভসভসিয়ে সোডার মতন পেট থেকে ৷


Rate this content
Log in

Similar bengali poem from Children