Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Subhasish Bhattacharyay

Others

3  

Subhasish Bhattacharyay

Others

আমার ভারতবর্ষ

আমার ভারতবর্ষ

1 min
15.9K


মনিপুরের বেহালা, পাঞ্জাবের বক্সবাদক, কণ্ঠে সুর

তুলে নেওয়া তামিল কিংবা কেরালার মেয়েটি

যাকে বলে আম আদমি, আমার ভারতবাসী।


হৃদয়ের দৃষ্টি যার সীমাহীন সেই দৃষ্টিহীনের সুরেলা

কণ্ঠ গেয়ে ওঠে, আমরা সবাই ভিখারী।

চারিদিকে মুহূর্তে জমা হওয়া ভিড়ের বাহবা হাত

তালি, এক আনন্দের লহর।

ভুলে গেছি তার কিবা জাত কিবা ধর্ম,


বিস্তৃত সবুজ ঘাসে শুধু শিশিরের বিছানা পাতা।

ইতি উতি বিক্ষিপ্ত জটলা হাসির হুল্লোড়, কখনো

বা মজার হলে লেগ পুলিং।

খুঁজে বেড়াচ্ছি ম্যাপের ভারত কে, ডাইনিং রুমে

কিংবা ডোরমিটরির শয্যায় কিংবা কোণায় কোণায়

ছড়ানো রুবি চুনী হিরে মুক্ত গুলোর ওপর পড়া

আলোর ছটায়।


হারিয়ে যাওয়া স্মৃতি, নাড়ি ছেঁড়ার যন্ত্রনা।

রাবিয়া, যোসেফ, পারগত, মাওলিন,

পায়ের উপর কিছু অল্প পরিচয়ের ছোঁয়া,

গলার কাছে কান্নার ঢেলা, হয়েছে এবার ফেরার

সময়।


দৌড়ে যাওয়া গাছ, পাহাড়, সবুজের আর নীলে

মিশে যাওয়া,উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের আলো আর হাওয়ার

অবিচ্ছিন্ন জুটির লুটোপুটি,

বদ্ধ চোখের ক্যানভাসে স্পষ্ট হওয়া ছবিটি তো

আমার ভারতবর্ষের।


Rate this content
Log in

More bengali poem from Subhasish Bhattacharyay