Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

বিকাশ দাস

Fantasy

2  

বিকাশ দাস

Fantasy

পরশপাথর

পরশপাথর

1 min
537


তুমি  রোদ্দুর ছায়ায়   

তুমি  বৃষ্টির ফোঁটায় 

সবার ভুলে সবার শূলে 

পথের পথচারী সব কুলে 

আঙ্গুলে আঙ্গুল খুলে; 

                    দু'হাত ভরা আশীষে   

                    নবান্ন ধানের শীসে 

                    দুনিয়ার ঘর বাজারে। 

তুমি সহজে পড়তে পারা  দুচোখের কান্না 

তুমি কষ্ট লাগার সাড়া ইচ্ছেজোড়া আয়না। 

তুমি 

মাটির উর্বরতার ফালি রোজ জীবন যাপনের পাঁচালী। 

তুমি 

বিনাশসাধন  অন্ধকারের স্রোতে উত্সবী  দীপাবলী। 

তুমি 

অবশ শরীরের খাপে খাপে  শক্তির কসম তরবারি। 

তুমি 

স্বপ্নের স্বদেশ,মারিয়া রাম আর রহিমের বসতবাড়ি । 

ঈশ্বর খুদা যীশু একই প্রাঙ্গনে হৃদয়ের আলিঙ্গনে 

লড়াই করে বাঁচার অধিকার এক ছাদের ছাতায় আনা।   

তুমি 

দীনতার অসুস্হতার    বিছানায় তোমার দুচোখ নিত্য জেগে থাকা। 

তুমি 

খিদের বিষাদলাগা মুখে     মায়ের বুকের দুধের স্বাদ মেখে  রাখা। 

তুমি 

মন্দিরে মন্দিরে ভুখা পেটের নবান্নর দানাপানি 

মসজিদে মসজিদে তেষ্টা মেটানো বর্ষার পানি 

গীর্জায় গীর্জায় নিস্বার্থ ভালোবাসার দৈব  বাণী। 

                          তুমি দুয়ারে দুয়ারে    দাঁড়িয়ে 

                          দু'হাতে অন্নপূর্ণার বাটি। 

                          তুমি প্রহরজাগা দুচোখ জাগিয়ে   

                         দু'হাতে বিপদমারা লাঠি।


Rate this content
Log in