Audio

Forum

Read

Contests

Language


Write

Sign in
Wohoo!,
Dear user,
মন আমার
মন আমার
★★★★★

© Arnab Bhattacharya

Drama

2 Minutes   15.0K    112


Content Ranking

আমার অস্থির মন।

আজ হঠাৎ তোকে দেখতে চেয়ে,

জানিনা কেন পাগল হলো ।

জানিনা কেন জলের সাথে কথা বললো।

একটু গলার স্বর,

সেই আগের মতো,

চাই, কিন্তু পাই কোথায় ।

আমার এলোমেলো মন।

আজ কিসের যেন খামতি,

সারা সন্ধ্যে, রাত কাটে তোর কথায় ।

পরলো মনে আঘাত গুলো,

পরক্ষণেই যেন বিচিত্র সব ভাবনা,

কোথা থেকে যে উড়ে আসে,

আর ভাবতে পারি না, ভয় করে ।


কিন্তু ভয় কিসের!

হারাবার, না ছেড়ে যাওয়ার।

আমার একলা মন।

চুপিসারে বলে - পাইনি তো কখনো,

তবে কিসের হারানো,

কিসের ই বা, ছেড়ে যাওয়া।

বুক ভরে নিকোটিনে।

কিংবা পাত্র ভরে হলুদ আর সাদা ফেনায়।

চোখে চশমা আঁটে, কালো ফ্রেম ।

ফুটপাথ থেকে রাস্তায় নেমে,

ঘোলাটে হয়ে আসে

সার দেওয়া গাড়ির আলো।

ঝাপসা স্মৃতির অতলে দেয় ডুব ।

আমার বিষন্ন মন।

পালাতে চায় বাঁধন ছিঁড়ে।

রোজকার রুটিন, বাড়ি অফিস,

জীবন কে নিচ্ছে নিংড়ে শুধুই।

চাই না এ যান্ত্রিক জীবন, কৃত্রিম সভ্যতা।

মুখে নিয়ে নকল রঙিন হাসি,

চাই না তোকেও, আর না।

অনেক হলো ঠান্ডা ঘরে বাসি হয়ে

পাঁচতারা চাকরীর ভদ্রতা ।

আমার একঘেয়ে মন।মুক্তির গান বাঁধে,

সবার থেকে, সবকিছুর থেকে

দুর আরো দুর... ।

যেখানে থাকবে না কেউ,

পরিচিত মুখ, চেনা আওয়াজ

এমনকী তুই ও।

কোনো শক্তি করবে না বারন,

দেবে না বাধা।

নিরালা অরণ্যের মাঝে এক ফালি ঘর,

কিংবা সাগর তটে বালির চরে

মাথা রেখে আগামীর সাথে কথায়,

খুঁজে পাওয়া নিজেকে, নিজের কাছে ।

এই তো জীবন, এই তো মুক্তি ।

যুগ যুগান্তর ধরে ছুটে চলার পথে

এক শান্ত স্নিগ্ধ আরাম,

যার পায়ে সমর্পিত হয়

অন্তঃরাত্মা আর বিশ্রাম নিচ্ছে সমস্ত শক্তি ।


আমার অসার মন।

অপরূপ সৌন্দর্য ভরা

এ প্রকৃতির বুকে, আকাশের কোল,

পরম তৃপ্তির আনন্দ আর খুশিতে,

সব শৃঙ্খল কেটে, পিছুটান ফেলে

ব্যাকুলতার অবসান ।

আমার শান্ত মন।

সেখানে নেই কোনো মিথ্যে হাসি,

নেই অন্তঃর্জালের সামাজিক ভরং,

সেখানে নেই তোর প্রয়োজনের ডাক,

নেই পিঠে ছুরির মলিন স্পর্শ ।

আর নাই বা আছে নালিশ কিংবা পালিশ,

অনাত্মীয়ের ক্রুদ্ধতার প্রকাশ ।

আমার চরম ভালো লাগার ক্ষণ ।

আমি, আমি এবং শুধুই আমি।

আমার সঙ্গী হয়ে একা আমি,

আমার মনের সব কথা বলার আমি।

আমার তৃপ্ত মন।

bengali poem storymirror drama heart feelings

Rate the content


Originality
Flow
Language
Cover design

Comments

Post


Some text some message..