Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Priyanka Bhuiya

Abstract

5.0  

Priyanka Bhuiya

Abstract

খেলা

খেলা

1 min
574


শৈশবের সেই ফেলে আসা মুহূর্তেরা আজও অমলিন,

ভেসে যাওয়া আর ভাসিয়ে দেওয়ার দিনগুলো ভাস্বর;

ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনের সেই প্রাঞ্জল উন্মাদনা!

কৈশোর, যৌবন বা বার্ধক্য - খেলা নয় সীমানাবেষ্টিত,

ময়দান ছেড়ে জীবন অঙ্গনে সহসা খেলার অনুপ্রবেশ!

ট্রাপিজের সরু তারে অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিরত,

ভাগ্যকে আপন করতলগত করার এক নিরন্তর প্রয়াস,

সবাই খেলোয়াড়, কেউ সড়গড়, কেউ বা আনকোরা;

আবার দর্শকাসনেও উপবিষ্ট আমরাই, নীরব ভূমিকা,

এলোমেলো ভাবনাতে জীবনের খেলা খেলছি দেখো,

হাতের ফাঁকে গলছে আবেগ, জেতাই আসল উদ্দেশ্য;

বিজিত হওয়াই শেষ কথা, পথটুকু কেই বা মনে রাখে?

জয়ী হলে শ্রেষ্ঠ তুমি, পরাজিতরাই তো পাপী এখানে,

সাদা-কালোর গরমিল, রঙিন মুখোশে ঢাকা কিছু মুখ,

আড়ালে আড়াই চাল, খেলা শেষের অবশিষ্ট নিঃস্বতা;

চাওয়া-পাওয়ার ভুলেই আবদ্ধ যাওয়া-আসার অভ্যেস,

জিতলে রূপকথারা একেবারে তোমার হাতের মুঠোয়,

আর হেরে গেলে স্রোতের টানে ভেসে যায় চিতার ওম;

অভিজ্ঞতায় ঋদ্ধ হতে পাকা চুলের সংখ্যা নিষ্প্রয়োজন,

জীবনের খেলাতে তৃতীয় আম্পায়ার আদপে পরিস্থিতি।


Rate this content
Log in