Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Manik Goswami

Drama

3  

Manik Goswami

Drama

মান্যতা

মান্যতা

1 min
159



দুঃখে-শোকে, বিপদের দিনে ছিলাম তোমার পাশে;

সদাই তোমায় সাথ দিয়েছি, তোমার স্রোতে ভেসে |

যদিও গরিব ছিলেম সেদিন, দিতেই পারিনি কিছু;

মনের উদার দরজা খুলে তোমায় করিনি নীচু |

পারিবারিক শিক্ষা ছিল, সঙ্গ ছিল ভালো;

তোমার উঁচু সমাজটাতে তাই খুঁজিনি কালো |

সাদা মনে বিশ্বাস ছিল হয়তো আসবে দিন,

যখন তোমার দম্ভ ভেঙে আলোর বাজবে বীণ |

আজ জীবন নদীর সোপানে বসে ঢেউয়ের পানে চেয়ে,

ফিরে যেতে পারি সেই সময়ে অতীতের স্মৃতি বেয়ে |

বিলাসবহুল জীবনে তুমি স্বপ্ন-ফানুসে চড়ে,

অলীক জগতে ভেসেছিলে খুব, দেখতে পাওনি তারে;

যে তোমারে দেখেছিলো শুধু ভালোবাসার চোখে,

সমতুল্য ভাবতে পারোনি, নিঃস্ব করেছো তাকে |

জায়গা দাওনি তারেই তুমি মনের মনিকোঠায়,

আজ দেখো সে মানুষ হয়েছে আপন যোগ্যতায় |


Rate this content
Log in