Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Arijit Das

Abstract

0.6  

Arijit Das

Abstract

স্বপ্নের আহুতি

স্বপ্নের আহুতি

1 min
2.8K


আরো একবার বলতে চাওয়া ,

আরো একবার ফাঁকি,

স্বপ্নগুলো কঠিন নিয়মে ,

হিচকি তুলছে নাকি?

সুখের খোঁজে অসুখ গুলো পুষছি মনের মাঝে ,

আজ আমি হাসির ছলে কাল অন্য সাজে |

অন্ধগলি আস্তাখুড়ে কান্নার অভ্যাসে ,

আমি আবার মিথ্যে কোনো হাসির মেজাজে |

পুড়ছি আমি পুড়ছো তুমি ,

পুড়ছে অনুভূতি ,

স্বাধীনতার চিৎকারে ,

স্বপ্নের আহুতি|


আরো একবার দেখতে চাওয়া ,

হাজার ভিড়ের মাঝে ,

নতুন করে গল্প বলার ,

দৃষ্টতা কি সাজে ?

পুড়ছে আগুন জ্বলছে যে ঠোঁট আর একটু স্মৃতিরা |

বৃষ্টি তুমি স্বাধীন নাকি সেখানেও বিষণ্ণতা |

ইতস্তত ইচ্ছে গুলো উড়তে চাইছে নাকি ?

আমি আছি আমার মতো নাকি সেখানেও দিচ্ছি ফাঁকি |

মেঘলা আকাশ মনের কোণেতে জমেছে জট হয়ে |

পুড়ছি আমি পুড়ছো তুমি ,

পুড়ছে অনুভূতি ,

স্বাধীনতার চিৎকারে ,

স্বপ্নের আহুতি|


আরো একবার শুনতে চাওয়া ,

চুপিসারে বা চিৎকারে ,

রাজনীতি মানে কি শুধু চুরি করতে আছে?

ধিক্কারে আর অভিশাপে আজ ঝাপসা দৃষ্টিকোণ |

স্বাধীনতা তুমি ভয় পেলে নাকি লজ্জা পেয়েছো আজ ,

হাজার শহীদ সন্তানের কবরে লিখছো যুদ্ধবাজ |

পুড়ছি আমি পুড়ছো তুমি ,

পুড়ছে অনুভূতি ,

স্বাধীনতার চিৎকারে ,

স্বপ্নের আহুতি|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract