কড়চা
কড়চা
০৫এপ্রিল ২০২০
কাল রাতে মানুষদের বন্ধু আমার জ্ঞাতিভাই ফাজ ভাইরাসের সাথে গল্প জুড়েছিলাম। কাজের মাঝে একটু বিরাম তো চাই। ও-ই বলছিল আমার অনারে আজ নাকি আগাম দীপাবলী!
এদেশের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছিলেন থালা, বাসন বাজিয়ে, সেটা ছিল আমাকে তাড়ানোর জন্যে সেই আদি শব্দব্রহ্মের আরাধনা। কদ্দূর কি সাফল্য এসেছে তা নিয়ে তর্কে যাব না। পরদিন কাগজে অনেকেই, বিশেষতঃ ওনার বিরোধীরা, সরব হয়েছিল। বলেছিল, ছাই পরিকল্পনা, সবকিছুতেই বিদেশের নকল। স্পেন ও ইটালিতে লোকেরা একজোট হয়ে এক বিশেষ সময়ে যে যার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে করতালি দিয়েছিল সেবাকর্মীদের। এখানে কি হল? শব্দদানব জেগে উঠল। তার তাণ্ডবে শব্দদূষণ বাড়ল বই কমলো না!
Wrong post...please visit the following profile for the corrected posts