AYAN DEY

Fantasy

2  

AYAN DEY

Fantasy

গোলাপি বল রহস্য

গোলাপি বল রহস্য

2 mins
744


" হিলো , গাঙ্গুলী বাবু বাত করছেন ? "

" হাঁ বোলিয়ে । "

" কাল সুবহ আমি কলকাত্তা যাবে , ও খিলা দিখতে টিখতে নেহি । গুলাবি বল মুঝে চাহিয়ে । "

ফোন কেটে গেলো । সৌরভবাবু উটকো এমন অনেক ফোন পেয়ে থাকেন । কোথাকার কোন পাগল কে জানে ? একের পর কাগজে সাইন শেষ করে সবে মাঠ পরিদর্শনে বেরোবেন তো ফের ল্যান্ডফোনটা বেজে উঠলো ।

" হিলো , ফোন কিউ কাট দিয়া । "

" আরে আপ হো কওন ? "

" মেঘরাজ , মগনলাল মেঘরাজ । ভো গুলাবি বল মুঝে চাহিয়ে । "

" আরে আরে মেঘরাজ জি ? ক্যায়সা হ্যায় আপ ? "

" আরে হুঁ ঠিকঠাক । পর তুম বতাও গুলাবি বল মুঝে দোগে কি নেহি ? "

" উসসে ক্যায়া করেঙ্গে আপ ? "

" তুমহারা ভো মিত্তর পিছলে বার গুলাবি মোতি ধোঁকা দেকে লে গ্যায়া । ভিদেশী খরিদ্দার সে প​য়সা উধার ভি লে রখে থে । আভি ভো লোগ পরেসান করতা হ্যায় । শুনা হ্যায় উসকা কিমত ভি কম নেহি । "

" গুলাবি মোতি সে বহুত হি কম । কাস্টোমার পাকড়কে মারেঙ্গে আপকো । "

" এক নেহি শ লেঙ্গে । "

" আরে রাখিয়ে ফোন । খামোখা কাহে বকওয়াস করতে হ্যায় ? "

গোলাপি বল টেস্টের আর একদিন বাকি । জোরকদমে তোরজোড় চলছে । হঠাৎ দুঃসংবাদ । বলের পেটি থেকে ১০ পেটি উধাও । একজন বোর্ডকর্মীও বেপাত্তা ।

ফোন বেজে উঠলো দাদার । " যিস চিজ পে মগনলাল কা নজর যায়ে ভো হাসিল করকে হি চুপ ব্যায়ঠতা ভো , সমঝে । " বলে ফোন কেটে গেলো । সৌরভবাবুর কপালে হাত । ম্যাচের জন্য একশোটা রেডি বল সেটাই গায়েব । ম্যাচের একদিন বাকি । তদন্ত শুরু হলো । 

রাতের মধ্যেই খবর চলে এলো । মগনলাল এক অস্ট্রেলিয় খোদ্দেরকে বেচছিলেন বলগুলো । সেটা দেখে তারা যারপরনাই গালাগাল করে পুলিশে খবর দেয় তারা । মগনলাল তো জানে না আর ওই দেশে অলরেডি গোলাপি বল প্রচলিত হয়ে আছে ।

অবশেষে সব ঠিক হওয়ায় শান্তি পেলেন সৌরভ । উনি ২১ রজনী রোডেও একটি নিমন্ত্রণ পাঠিয়েছেন । মিত্রবাবু আসার চেষ্টা করবেন বলেছেন । একটি ইতিহাসের অধ্যায় লেখা হতে চলেছে ভারতীয় ক্রিকেটে । চক দে ইণ্ডিয়া ।


Rate this content
Log in

Similar bengali story from Fantasy