লক্ষ্যহীন পথিক আমি শুধু যাযাবরের মতো জন্ম থেকে জন্ম ছুটেই চলেছি।
আলোর ঠিকানা
জীবন নদীর ওপারে
কিন্তু ভাইয়া কোথায়, তাকে তো দেখতে পাচ্ছে না, তাহলে কি ভাইয়া পুতুল আনেনি,খালি হাতে এসেছে
ভগিনী তো মহামানবী তাঁর তো মৃত্যু নেই।।
পরদিন সকালে সবাই জানলো মৃণাল স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে গৃহত্যাগী হয়েছে|