যদি বলি
যদি বলি


যদি বলি নক্ষত্রখচিত আঁধারির বুকে তুমি নেই,
যদি বলি গার্হস্থ্য মাটিতেও না,
তবে কি ভুল নই আমি?
ভুল নয় আমার যা কিছু জানাচেনা?
যদি বলি সৌহার্দের নামে তুমি পুঁতে গেছ বীজ লক্ষ লক্ষ ধানের, সফল চাষির মতন,
যদি বলি তুমিই জানো অতীতের রূপ চিহ্ন বর্তমানের
তবে কি নির্ভুল নই আমি?
হে করুণাধারা,
আমার এ অপারগতা তুমি ক্ষমা কোরো,
আমার এ চলনে গতিহীনতা তুমি মেনে নিও,
সপ্তসিন্ধুপারে যে গান গাইছ তুমি বিহানবেলায়
কিছু সুর তারই পাঠিও আমার তরে,
ভুলগুলো শুধরে নতুন করে যে নির্ভুল হতে চাই....