যাবো তোমা ঘরে
যাবো তোমা ঘরে
ঝম ঝম বর্ষা, রবি মেঘে ঢাকা
মাঠে আছে চাষা, পথ ঘাট ফাঁকা।
মন ভরা আশা, বসে আছি একা
পাবো যে ভরসা, তুমি এলে সখা।
মনে প্রেম বন্যা, বয়ে যায় ধারা
আমি হবো ধন্যা, তোমা দিয়ে সারা।
শ্রাবণ আকাশে, ভিজে অবকাশে
রিক্ত সহবাসে, মধুর সুবাসে।
বেঁধে বাহু ডোরে, রাখো তুমি মোরে
ঝুলন যে সেরে, যাবো তোমা ঘরে।