তুমি কি আছো?
তুমি কি আছো?
আকাশে যখন মেঘ দেখি ভাবি তোমার কথা
বাতাসে যখন ভেজা গন্ধ মনটাকে ভেজায়
ভাবি তোমার কথা…
তুমি আছো ওখানে জানি ...যেখানে আমার যাওয়া নেই
তুমি আছো সেখানে জানি ...যেখানে কোনো ঠিকানা নেই
তুমি কি আছো?
নাকি তুমিও ভাবো একই কথা - যে আমার কোনো ঠিকানা নেই?
নাকি তুমিও তাকাও মেঘের দিকে …
নাকি তুমি পাও এই ভেজা গন্ধ …
আর ভাবো আমার কথা?
আর ভাবো এখানে তোমার আসা নেই?