তোমার আকাশ
তোমার আকাশ




নীল রঙের একটা আকাশ
তার বুকে উড়ে চলা একটা শঙ্খচিল,
মনে পড়িয়ে দেয় তোকে
তুই চেয়েছিলিস ওই নীল আকাশ হতে,
চেয়েছিলিস পায়ের নীচে সম্পর্কগুলো দুমড়িয়ে মুচড়ে ফেলতে
ফিরে এসেছিলাম শূন্য বুকে, হাতে নিয়ে সেই দুমড়ানো সম্পর্কগুলোকে,
সাজিয়ে রেখেছি অনেক যত্ন করে,আগলিয়ে রেখেছি বুক দিয়ে
আজও মনে পরে যায় সেই প্রথম দিনের কথা
মুখে অনেক প্রতিশ্রুতি,বুকে অনেক স্বপ্ন,
মনে আছে তোর?
সেই রাস্তার ধারে সবাইকে লুকিয়ে তোর হাতের উপর হাত রাখা,
আর তোর সঙ্গে সেই প্রথম বৃষ্টিতে ভেজা
বলেছিলাম"আবার ভিজব আমরা..."
জানিস আমি এখন বৃষ্টিতে ছাতা নিয়ে বেরোই,এটাই অভ্যাস করে ফেলেছি।
তুই এখন কি করছিস?
পেরেছিস ওই আকাশটাকে তোর নিজের করে নিতে?
নাকি ভিজে যাচ্ছিস ওই আকাশ থেকে পড়া বৃষ্টির জলে?
ইচ্ছে করে ফেলে আসা সম্পর্কটাকে বৃষ্টির জলে ভাসিয়ে দি নৌকো বানিয়ে,
পারিনি রে.............................
এখনও রেখে দিয়েছি সেই ভাঙা বুক দিয়ে আগলিয়ে,
অনেক চেষ্টা করেছি আর একটা অন্য সম্পর্কের হাত ধরতে
পারিনি রে.............................
পারিনি তোর ফেলে যাওয়া জায়গাটা কাউকে দিতে,
পারিনি রে তোর ছেড়ে দেওয়া হাতটা দিয়ে অন্য কারোর হাত ধরতে,
পারিনি রে.............................