তেরে কেটে ধিন তাক
তেরে কেটে ধিন তাক


তেরে কেটে ধিন তাক,
মুখে যতো বলো বোল,
বাজিয়ে দেখাও দেখি,
তবলা কিম্বা ঢোল।
তবে বুঝি তুমি ওস্তাদ,
শিল্পীর সেরা জাত।
তাহলে বুঝবো তুমি,
করেছো যে বাজি মাত।
মুখে বলা যা সহজ,
কাজে করা শক্ত,
ওস্তাদ জাকিরের,
তাই এতো ভক্ত।
বাজাও বাজাও তুমি,
পড়বে তালির রোল,
তেরে কেটে ধিন তাক,
শুধু নয় মুখে বোল।