Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Md Bakibillah

Classics

4.9  

Md Bakibillah

Classics

সফল জীবন :::

সফল জীবন :::

1 min
388


ভোরের আযান শেষ হতেই

নামাজ পড়ে হাঁটতে বের হন করিম সাহেব,

মাস্টারমশাই এখন অবসর জীবনে ।

সঙ্গী মধুমেয় আর,

পঁয়ত্রিশ বছরের জীবনসঙ্গিনী .....


রোহন আর তিতলি তাদের সন্তান

মস্ত চাকুরে- প্রবাসী দুজনেই,

কালেভদ্রে দেশে ফেরে- ব্যস্ত জীবন !


পুত্র-কন্যার সাফল্যের গর্বে

আত্মহারা ছিলেন মাস্টারমশাই ।

আমাদের অনেক গল্প শুনিয়েছেন,

আমেরিকা দেশের গল্প---

ঝা চকচকে জীবনের গল্প !!

উনি জানি কোনদিনও সেই দেশে,

তবে, ছেলেমেয়েদের চোখে দেখেছেন !!


একদিন ভোরের আযান শেষে

মসজিদের মাইক থেকে ঘোষণা করা হলো

" করিম মাস্টারমশাইয়ের সহধর্মিনী

ইন্তেকাল করেছেন গত রাতে,

যোহর বাদ জানাজা ও দাফন হবে" --


না সফল পুত্রের কাঁধে চেপে

গোরস্থানে যাওয়া হয়নি

রত্নগর্ভা মা এর -----!!!


করিম সাহেব আছেন ---

রক্তের অতিরিক্ত শর্করদের নিয়ে,

আর পুত্র-কন্যা

সেই ঝাঁ-চকচকে দেশে ----!!!


Rate this content
Log in

More bengali poem from Md Bakibillah

Similar bengali poem from Classics