STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

4.0  

Manjula Acharya

Abstract Fantasy Others

স্মৃতি ফুল ফোটে

স্মৃতি ফুল ফোটে

1 min
50


স্মৃতি ফুল ফোটে মন বাগিচায়

গভীর হৃদয় তলে,

ভালোবাসার মধুর নেশা 

অন্তর মাঝে খেলে।

বাহির জগত তুচ্ছ লাগে 

স্বপন দেখে নয়ন,

ধূসর জীবন রঙ্গীন লাগে

মন যেন দর্পণ ।

বিষাদিত মন আসে না পাশে

ভাবনায় হারায়,

যেথায় যা খোঁজে সবই 

সর্বত্র প্রিয়তমময়।

এই কি প্রেমের পরিভাষা 

জানে না যে মন,

ভালোবাসায় কত যে জ্বালা 

হায় বুঝবে কখন ! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract