STORYMIRROR

Manjula Acharya

Others

4.0  

Manjula Acharya

Others

শরৎ শোভা

শরৎ শোভা

1 min
12


নীল আকাশে ভাসেরে ওই 

 সাদা মেঘের ভেলা,

 রৌদ্রছায়া সারা দিন করে

লুকোচুরির খেলা ।

মৃদু বাতাসে কাশের সারি

নাচেরে হেলে দুলে ,

গুণগুণ গুঞ্জনে ভোমরা 

 চঞ্চল ফুলে ফুলে ।

রাতের স্বপন বুকে নিয়ে 

শিউলি ঝরে পড়ে,

শরৎ শোভায় ভরেছে ধরা 

মা আসছেন ঘরে ।

বকের সারি যায় রে উড়ে 

দূর দিগন্ত পারে,

বুনো ফুলের গাছগাছালি 

মাঠের ধারে ধারে ।

শাপলা শালুক ফুটে আছে 

দীঘির ভরা জলে,

অপরূপা প্রকৃতি খুশির 

পুলকে নেচে চলে ।।



Rate this content
Log in