STORYMIRROR

Abhijit Halder

Fantasy Inspirational

4  

Abhijit Halder

Fantasy Inspirational

শহরের ইঁটের দেওয়ালে.....

শহরের ইঁটের দেওয়ালে.....

1 min
254

অভিপ্রায় হৃদয়ের সংকটে

শহরের ইঁটের দেওয়ালে নিমন্ত্রিত হয় মানুষ।

শিশুদের পায়ে হাঁটা পথ সব ধুলোয় মিশে যায়

যেন স্বেচ্ছায় ত্যাগ করে যাওয়া প্রিয় অনুজা।


ম্যামথের মাথার ভিতর নীল ঘুম

শাসনের প্রবঞ্চনা আর দেশ জুড়ে আগুন।

ভিতরে ভিতরে পুড়ে যায় স্বদেশের স্বাধীন মানচিত্র

এ দায় কার ? অনুপ্রেরণা জোগানোর ভাষা যাদের থাকে না

তারা অতি-পরাজিত অনুজীবী ছাড়া কিছুই নয়!



যে প্রার্থনা দেবতার চরণ ছুঁয়েও , ছোঁয় পোড়া ছাই 

অনুপাতে অনুপাতে মিশে থাকে সেথা চোখের অনুতিক্ত জল 

আর বাকীটা গঙ্গা জলে ধুয়ে যাওয়া অব্যক্ত পরাজয় ।




শহরের ইঁটের দেয়ালে নিমন্ত্রিত মানুষ 

বহু জন্মে ক্ষয়ে যাওয়া সব নরকঙ্কাল জীবিত হয় 

জীবিত হয় অনুতাপের আগুনে কিংবা অর্ধপোড়া জীবাশ্মে। 

মাথার সিঁথি বেয়ে নেমে আসে আর্তনাদ

নিন্দা জানানোর ভাষা মানুষের থাকে না !

আর তা থাকে না বলেই এ সমস্ত পরাজয়।




মাথা নত করে যারা ধরে যুদ্ধের তরোয়াল 

তারাই একদিন যুদ্ধ জয়ের ইতিহাস লেখে 

আর বাকীরা পুড়ে যায় এই শহরের ইঁটের দেওয়ালের ভিতর।

চোখের ধ্রুবতারা আর নীল নক্ষত্র 

অপেক্ষা করে নতুন পৃথিবীর 

যা একটি সমগ্র মহাবিশ্বকে স্বাধীন করতে চাই !!



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy