Sulata Das

Abstract Others


3  

Sulata Das

Abstract Others


শব্দে ছোঁওয়া

শব্দে ছোঁওয়া

1 min 196 1 min 196

      ভাবি তোমায় নিয়ে কবিতা লিখি

তাহলে তোমায় শব্দে ছুঁতে পাব,

    আমার ইচ্ছে মতো তোমায় 

কবিতায় সাজাবো।

   কত স্মৃতি পড়লো মনে

মিলিয়ে গেল পরক্ষণে। 

    ভাবতে ভাবতে তলিয়ে গেলাম

প্রেমের মণি মুক্তো কুড়িয়ে নিলাম।

    সময়ের প্রবাহে কালের গতিতে   

চলেছি বয়ে,

     কত স্মৃতির বোঝা বুকে নিয়ে।

অতীতের স্মৃতি কে পেছনে ফেলে

    ভবিষ্যতের কল্পনার রঙিন জাল বুনে।

মনের মণিকোঠায় স্মৃতি গুলো সব 

    আজ লুকোচুরি খেলা খেলছে,

কখনো দুঃখ, কখনো সুখ 

    কখনো বা ভীষণ বেজার মুখ।

তোমার ভালোবাসার অনুভূতি গুলি 

    আজও ধ্রুবতারা হয়ে জ্বলছে,

টুকরো টুকরো সুখস্মৃতি গুলো 

    তারাদের মতো মিটমিট করে হাসছে।

বলেছিলে ভালবাসো-ভালো বেসেছিলাম,

    হৃদ অলিন্দে তোমায় সাজিয়ে রেখেছিলাম।

সময়ের প্রবাহে জানিনা কেন তুমি বদলে গেলে,

     তোমাকে ভুলে যেতে বলে 

তুমি দেশান্তরিত হয়ে গেলে। 

     তোমায় পারিনি ভুলতে আজও,

তাই কবিতায় সাজাই তোমায় নিজের ইচ্ছেমতো।

     যখন যেমন ইচ্ছে তোমার সাথে বলি   

আবেগ আর ভালবাসার কথা,

     আমার হৃদয়ে এখন তোমার প্রেমের ঘনঘটা। 

যখন যেমন ইচ্ছে তোমায় সাজাই যতনে,

     কবিতায় শব্দ আর ছন্দের রতনে।

রাগ-অনুরাগ, মান-অভিমান

      মানভঞ্জন- প্রেম নিবেদন,

আজ সবই আমার মর্জি মতন।

      নেই কোন মতোবিরোধ,

নেই কোন মনোমালিন্য,

      তোমার নিবিড় প্রেম,ভালবাসায়  

আমি নিমগ্ন। 

      কবিতার তুমি আমার মনের মতো,

এই ভালো,তুমি আমার কবিতা  

       হয়েই চিরদিন থাকো।Rate this content
Log in

More bengali poem from Sulata Das

Similar bengali poem from Abstract