শারদ সংখ্যা
শারদ সংখ্যা


আমার পুরানো ডায়েরি
আর নীল রঙের কলম খানার ভারি ভাব
সময় পেলেই গল্প জোড়ে দুজন খোশ মেজাজে আদান প্রদান করে মনের কত কথা।
দুজন, দুজন কে না দেখে যেন থাকতেই পারে না দেখি..... ওদের খুব মন খারাপ হয় তখন
আমার দিকে যেন...আড় চোখে তাকায় আর বলে কখন আমি ওদের মিলনের সাক্ষী হব।
যেমন করে দুটি ফুল....... অপেক্ষায় থাকে.....
কখন মধুকরি রঙীন প্রজাপতিদের আগমনে
ওদের পরাগ সংযোগ ঘটবে
আর সৃষ্টি হবে নতুন ফল।
আড়ি পেতে শুনি ওদের মনের কথা
অনন্ত ভালবাসার কত গল্পের ডালী সাজায় ওরা
ধীরে ধীরে গাঢ় হয় ওদের ভাব বিনিময়
জড়িয়ে ধরে একে অন্যের হৃদয় আষ্টেপৃষ্ঠে
যখন খসখস করে শব্দ জেগে ওঠে...
বুঝতে পারি দুজনের মিলিত ভালেবাসা প্রান পেয়েছে এবার
তারা নিবিড় থেকে নিবিড়তম হয় ক্রমে
ধীরে ধীরে ডুব দেয় অন্তহীন সুখের সাগরে
পূর্নতা লাভ করে দুজনের মিলিত প্রয়াস
আনন্দের ডানায় ভর করে
ভেসে যায় তারা খুশির সীমাহীন নীল আকাশে
জড়িয়ে থাকে দুজন দুজন কে প্রান ভরে
মিনিট যায়........
ঘণ্টা যায়..........
সকাল গড়িয়ে বিকেল হয়
অবশেষে......দুজনের পূর্ন মিলনের ফল স্বরূপ...
পৃষ্ঠার অন্তরাল থেকে কান্না হাসির শব্দ ভেসে আসে
জন্ম নেয় ফুটফুটে কথা বলা কিছু পংক্তি
ভীষন খুশি হয় ডায়েরী আর নীল কলম
আদর করে তারা তার নাম রাখে.............কবিতা।