STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Inspirational

রঙের তামাশা

রঙের তামাশা

1 min
116

পিঠ যখন ঠেকে যায় দেয়ালে ;

ভালোবাসা বহুরূপী হয়,

পেটে টান দিলে কোন খেয়ালে ;

ভালোবাসা নিশ্চুপ রয় ।

অজান্তে প্রেম আসে শরীরে ;

চেতন রাঙে বাসন্তিকায়,

নীলিমা হারায় তারার ভীড়ে ;

দোলা লাগে রজনীগন্ধায় ।

ভালোবাসা ভরে যায় গীতে ;

কথামালা ভাসে সুর-প্লাবণে,

ঠকঠক বুক কাঁপে শীতে ;

ওই বুঝি হরে সীতা রাবণে।

জীবন ধারার গতি ছন্দ ;

মেঘঢাকা যেন নীলাকাশ,

দেহে মনে বর্ণের দ্বন্দ্ব ;

রাধা কৃষ্ণের মৃদুভাষ ।

ভালোবাসা রঙ ছাড়ে মনে;

একান্তে কাছে পেতে চায়,

প্রেম ও অপ্রেমের বনে ;

ক্ষণে ক্ষণে রঙ বদলায়।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy