প্রার্থনা
প্রার্থনা
হাজার জন্ম ধরে হেঁটে চলা
এক ক্লান্ত মুমুক্ষু পথিক আমি
এসেছি তোমার দ্বারে
দ্বারকাধীশ।
রৌপজ্জ্বল ভূবন ভোলানো রুপ
হেরিয়া নয়ন যুগল আনন্দ সাগরে
প্রস্ফুটিত কোমল।
তুলসি মালা গলে, শ্বেত চন্দন ভালে
মিশ কালো কষ্টি পাথরে বিশ্ব যেন
তব অন্তরে।
কত সহস্র নর নারী সম্মুখে তোমার
দাড়িয়ে আছে তব প্রসাদ লভি
পেরোতে সংসার নদী।
কৃপা করো প্রভু সব অমর্তজনে
এই মোর প্রার্থনা তোমার কাছে
ভক্ত রুপে।