STORYMIRROR

Biswarup Pramanick

Inspirational

4.5  

Biswarup Pramanick

Inspirational

পরাজয়

পরাজয়

1 min
26


মায়ের কোল আলো করে,

এইতো সেদিন জন্ম নিলে।

বছর কুড়ি যেতে না যেতে,

সে সব কথা ভুলে গেলে।

মায়ের আশা, বাবার ভরসা,

ঠাকুমা, দাদুর বেজায় আদর।

দু চার কথার অভিমানে,

করলে না তার কোনোই কদর।

গলায় যখন পড়লে ফাঁস,

ভাবলে মনে দিলেম জবাব।

সবাই একদিন যাবে ভুলে,

মায়ের কোলেই থাকবে অভাব।

Advertisement

align-center">জীবনটা যে অনেক দামি,

কখনো বুঝি ভাবোনি তা।

জীবনপথে কঠিন বাঁকের,

নয় সমাধান আত্মহত্যা।

এগিয়ে যদি যেতে আরও,

করতে সবের মোকাবিলা।

দেখতে সবই তুচ্ছ অতি,

সহজ হতো পথচলা।

সবাই যদি হারিয়ে যাও,

থাকবে আর সে কোন জন?

জীবন কে তো হার মানিয়ে,

এগিয়ে যাবে আত্মহনন।




Rate this content
Log in

More bengali poem from Biswarup Pramanick

Similar bengali poem from Inspirational