Nikhil Mitra Thakur

Inspirational Others

3  

Nikhil Mitra Thakur

Inspirational Others

নজরুল নদী

নজরুল নদী

1 min
149


 

কাজী নজরুল প্রবহমান নদী একা,

যা বয়ে চলে চুরুলিয়া থেকে ঢাকা।

যেন কাশ্মির থেকে কন্যাকুমারি যাত্রা,

গঙ্গা থেকে মিসিসিপি হয়ে ভল্গা দেখা।


আমাদের নজরুল নদী চলে বাঁকে বাঁকে,

হয়ে কখনো মুয়াযযিন ,কখনো সাংবাদিক।

সেনাবাহিনীতে যুদ্ধে, বা থিয়েটার অভিনয়ে;

শ্যামা সঙ্গীত লিখে, বা ইসলামি গজল গেয়ে।


বারীন্দ্রকুমার ঘোষে,অগ্নিবীণা উৎসর্গ করে;

স্বাধীনতা আন্দোলন পেল সম্মান ছায়াতলে।

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ইউলিসিস হয়ে,

তুমি বিদ্রোহী- প্রলয়োল্লাস লিখে উপহার দিলে।


স্বাধীনতার মোহনায় তুমি পৌছানোর আগে,

পিকস ডিজিজ রোগ চরে আটকে গেলে।

বিছানায়,শুয়ে নির্বাক দৃষ্টিতে পেলে স্বাধীনতা,

আজো বয়ে চলে মানবকল্যাণের ধারা সর্বদা।



Rate this content
Log in