মৃত্যুপথ
মৃত্যুপথ




মৃত্যপথের চোরাবালি,
ডাক দিয়েছে হায়
আমি হাজার কাহন শুনিয়ে তবু
শান্তি যে না পাই;
গান যে আমায় পিছু ডাকে,
তাও সুর পাবেনা আর।
ভোররাতে তে ধরবো তুলি,
আঁকবো শেষ এক টান;
রাইকিশোরী ডুবছে জলে
ধরে ম্লেচ্ছর হাত।।
মৃত্যপথের চোরাবালি,
ডাক দিয়েছে হায়
আমি হাজার কাহন শুনিয়ে তবু
শান্তি যে না পাই;
গান যে আমায় পিছু ডাকে,
তাও সুর পাবেনা আর।
ভোররাতে তে ধরবো তুলি,
আঁকবো শেষ এক টান;
রাইকিশোরী ডুবছে জলে
ধরে ম্লেচ্ছর হাত।।