মরীচিকা
মরীচিকা


খানিকটা নিদ্রায় মগ্ন আছি এখনো।
সে চোরাবালির টান টা আগলে রেখেছে আমায় l
অনুরাগের মরুভূমি টা কিছুটা ঝাপসা এখন।
মুহূর্ত আগে মৃদু বৃষ্টিতে ভেজা ছিল হৃদয়ের ওকুল।
চোখের কোনে হাত দিতেই এই সত্যটির পরিচয় পেলাম।
কত কথা রয়েছে চাপা এই মৌনতার কারাবাসে।
তুষার হয়ে জমে আছে হৃদয়ের চিলেকোঠায়।
রাতের আলতো মিঠে জোছনায় দু নয়ন জুড়ে তাদের তোলপাড়।
শীতল ভূমিতে উষ্ণতার ঝড় উঠেছে।
এই প্রবাহের ঢেউ অন্তরের আঘাত গুলিকে অসার করে দিয়েছে।
নিশ্চল হয়ে আছে চারিদিক।
শুধু বালির গঠন দেখে চিনেছ আমায়?
ছুতে পেরেছো কি আমার না বলা কথার কোলাজ কে?
এই গভীরতার অন্ধকারে পরেনি যে কারো স্পর্শ।
কুয়াশার আড়ালে ঢাকা আছে সে মরীচিকা।
ছুতে পারা যায় সেটিকে শুধু অনুভব দিয়ে।