মন-মাঝি ধায় তোমারি পানে
মন-মাঝি ধায় তোমারি পানে
আমি আকাশের বুকে যাবো ভেসে
তোমার মিলন আশায়
তারাদের সাথে সখ্যতা গড়ে
নিশীথে দেখবো তোমায়
শত জনমের মনে যত গ্লানি
তোমার ভাবনা দেয় হাতছানি
পিপাসিত নয়ন দেখে তোমারি স্বপন
নিজেকে করিতে তোমাতে সমর্পন
এক অজানা সন্ধিক্ষণে
তোমার আসার প্রত্যাশাতে
রইনু জেগে আঁধার রাতে
প্রেমের বেদনা বক্ষে ধরে
মুকুলিত প্রাণ বসন্তের সকাল
কোকিলের আহ্বান ফুলের নির্যাস
ভ্রমরের গুঞ্জন সাগরের উচ্ছাস
হিয়ার মাঝে দরদ মেঘের আড়ম্বর
গানের মূর্ছনা প্রেমের বেদনা
থাকো তুমি যতই দূরে
মন-মাঝি ধায় তোমারি পানে
