দুর্গা পূজা!
দুর্গা পূজা!




উজ্জ্বল নভোনীল আকাশে শ্বেতবর্ণ মেঘ,
শরত্ঋতুর আগমনে শিউলির সুবাস,
কাশের দোলায় সৃষ্টি সাজছে অপরূপ হয়ে
মনে হয় যেন পূর্বাভাস জানাচ্ছে সর্বোচ্চ শক্তির আগমন|
আছে হাতে শুধুমাত্র কটা এক দিন-
তার পরে শুরু হয় জাবে আনন্দ অসীম,
নতুন বস্ত্রে, নতুন সাজে মন হয়ে উঠুক আবার রঙ্গিন
পূজা পরিক্রমা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগ বিতরণ বা মনখোলা আড্ডা
কাসঁর-শঙ্খ ধ্বনির সাথে ঢাকের তালে ধুনুচি নাচ,
অবসানে মিষ্টি মুখ, সিঁদুর খেলা আর মাকে বিদায়ের পালা|
মগ্ন হয় এই উৎসবের উল্লাসে একসঙ্গে সবাই-
চারিদিকে ছড়িয়ে পড়ুক উদ্দীপনার বাতাস;
যেন একটুও ভাবে না মনে হয় এক মুহূর্তও হতাশ,
কেননা আসছে বছর আবার হবে, বছর বছর হবে|