করোণাতঙ্ক
করোণাতঙ্ক




ছিলেম তো বেশ আনন্দেতে,
সিটি অফ জয়-এ থাকতে এসে,
হঠাৎ কেমন ছন্দপতন!!
করোনার করাল গ্রাসে।
যখন তুমি ছোট্ট কুঁড়ি - চায়না বাগানে,
বুঝিনি তখোনো ছড়িয়ে পড়বে
তুমি সারা বিশ্ব ভুবনে।
কি থেকে কি -যে গেলো হয়ে!!
কোথায় যে হলো ভুল??
কাহার তরে হচ্ছে দিতে বিশ্বকে মাসুল??
খুনি, জোচ্চর, আতঙ্কবাদী—
নকশালের মতো প্রতিবাদী
এ শত্রু ছিলো জানা,যখন খুশী দেবে হানা
এদের থেকেও নিঠুর তুমি,
থামতে তোমার নেই যে জানা।
বানাচ্ছো তুমি মানববোম,
হাত লাগালেই ফাটবে সে,
ছড়িয়ে যাচ্ছে মানবদেহে
তাই বিজ্ঞানের দিকে আছি চেয়ে।
আশার আলোয় বুক বেঁধেছি
জিতব এবার লড়াইটা,
করোনা যদি বাঁচতে চাও
এবার তবে পালিয়ে যাও।