কি যে চাই আমি নিজেই জানি না
কি যে চাই আমি নিজেই জানি না
কারণ জানি না তবে মন খারাপ
নিজেকে হারিয়ে ফেলেছি সেই কবে---
সকালে ঘুম থেকে উঠে খুঁজতে শুরু করি
রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত।
কোথাও নেই আমি,তবু ছায়া পরে
শূণ্য চেতনায় পেন্ডুলামের মতো দোলে।
কিছুতেই মন বসে না
কি চাই তাও জানি না
কিন্তু, যে অবস্থায় আছি সেটা কাম্য নয়।
আমি পরিবর্তন চাই ,আবার ফিরে আসতেও চাই
তাকে পাকাপাকি ছাড়তে চাই না
কোন বিচ্ছেদ বেদনাও চাই না
আবার সঙ্গে থাকতে বিষাদের সুর বাজে,
কি যে চাই আমি নিজেই তা জানি না।
@নিখিল
