খুঁজে দেখো
খুঁজে দেখো

1 min

195
জীবনের হাসি কান্নার কথা
মনের ডায়েরিতে লিখে রাখি,
আবেগের কালি ঢেলে ঢেলে
পাতায় পাতায় স্মৃতি মাখি ।
বিজন দুপুরে একাকী বসে
ডায়েরির পাতা আমি খুলি,
পড়তে পড়তে পাতা গুলি
জীবনের একাকীত্ব যাই ভুলি।
স্মৃতির পাতায় ছবির মতো
হারানো দিনগুলি ভাসে,
বিরহ বেদনা দুঃখ যাতনা
চোখে জল নিয়ে আসে।
গভীর মনের গোপন কথা
মনের সব আশা নিরাশা,
মন ডায়েরির পাতায় পাতায়
পায় খুঁজে তার ভাষা।
জীবন আমার হারিয়ে যাবে
কালের প্রবহমান ধারায়,
আমায় মনে পড়ে যদি
খুঁজে দেখো ডায়েরির পাতায়।।