জীর্ণ মানচিত্র
জীর্ণ মানচিত্র




মানচিত্রের সংঘাত যত্রতত্র,
সংশ্লিষ্ট সূত্রটা বেমানান এখন;
রক্তের দাগে রক্তাক্ত ভূমি,
ভূতের রাজত্বে উন্মাদের বিচরণ।
কর্কট রোগে আক্রান্ত মানচিত্র,
খসে পড়ছে সৌহার্দ্যের বন্ধন;
নেই কোনো সমানুপাতিক প্রতিষেধক,
সর্বত্র মৃত্যুর পরোয়ানার আবরণ।
এ মানচিত্রের দায়ভার কার?
অখণ্ড ইতিহাস বুঝিনি সকালে;
অবুঝ মন শৈশবের আত্মজ,
অমোঘ উষ্ণীষ পরিবেশে সকলে।