Riya Bhattacharya

Abstract Romance

1  

Riya Bhattacharya

Abstract Romance

ইতিকথা

ইতিকথা

1 min
230



পৃথিবীর যাবতীয় নেমকহারামি উপকথায় খুঁজে পাওয়া যায় ন্যাপথলিনের গন্ধ.....

ঠিক যেমন হলদে পাতার ভাঁজে বসত করে স্মৃতিকণা,

মিথ্যে স্তাবকতাগুলো সিডেটিভের মত ভ্রম জড়ায় মনাঙ্গুলে '

ভেজা কানির্শে উপচে পড়ে বারুদধোয়া যন্ত্রণা। 


সেদিন সাদামেঘের শামিয়ানা ঢেকে ফেলেছিল আকাশলীনার কলঙ্ক অধ্যায়...... 

ম্লান আলোর জাফরিতে আঁকিবুকি কেটেছিল কুসুমনরম রোদ্দুর,

বেহায়া কাটা শিউলিগাছটা আবার ধারণ করেছিল সন্তান ;

আগামীর পথপার্শ্বে জীবনের কার্পেট বিছিয়ে যাওয়া যায় যদ্দুর।


কফির কাপে নির্লিপ্ত টুংটাং শব্দে নৃত্য করে আদেখলা চামচ.....

বেলোয়ারি ঝাড়লন্ঠনে উপচে পড়ে সময়ের বলিরেখা,

নিশিগন্ধার উগ্রস্রোতে যখন ভেসে চলে ব্যর্থ জীবনচক্র ;

দগদগে মনে হয় তখন ফিল্টারী হৃদিলেখা।


ভোরের কুয়াশার স্নিগ্ধতা গ্রাস করে নেয় ফেরারী আবেগ.....

কিলবিল করে ঘাসের মাথায় মুক্তোদানা শিশির,

কবিতারা কখনো ছন্দ ছেড়ে বেপরোয়া নামে বাজারের রাস্তায় ;

দিকে দিকে ছড়িয়ে পড়ে মৃতবৎসা কবির নজির।।


Rate this content
Log in