হে বীর সৈনিক
হে বীর সৈনিক
তুমি যে ভারতের বীর সৈনিক
সীমান্তে থাকো পাহারায় দৈনিক
মাতৃভূমির জন্য দাও বলিদান
তোমার ত্যাগে তুমি যে মহান
দেশকে রাখো তুমি নিরাপদে
দেশবাসীর সাথে থাকো বিপদে
মৃত্যুকে করেছো ওগো তুমি জয়
দেশের জন্য বিজয় পতাকা উড়ায়
শহীদ তুমি , তোমার নাই তুলনা
দেশবাসী তোমায় কভু ভোলে না ।।
