STORYMIRROR

Manjula Acharya

Others

3  

Manjula Acharya

Others

এই তো জীবন

এই তো জীবন

1 min
23


কখনো বিশাল সাগর ,

কখনো ভগ্ন আগার ,

কখনো পরম পাবন ,

কখনো শীতল চন্দন ,

কখনো মরু উদ্যান ,

কখনো সুগন্ধ মহক,

 কখনো লাগে দুর্বিষহ,

কখনো ফুলের পরশ,

কখনো সপনে ভরা ,

কখনো নিরাশে ঘেরা ,

কখনো থাকে না ভাবনা ,

কখনো ভেজায় চেতনা,

কখনো ধায় মরীচিকার পিছু,

কখনো লোভ মোহ সব কিছু ,

কখনো গ্রীষ্মের জ্বলন,

কখনো শীতের চুম্বন ,

এই তো জীবন ।।


Rate this content
Log in