ডাকাডাকি
ডাকাডাকি
এসেছে শরৎ হৃদয় জুড়ে
ভোরের হৃদির মেঘালয় সুরে
পাতাদের মর্মর ধ্বনির ভিড়ে
শরৎ এসেছে হৃদয় নিরে।
আকাশ জুড়ে সাদা মেঘের
বসেছে মেলার বাহার
পেঁজা তুলো হাতের কোলে
চলবে আদর তাহার।
সূয্যিমামা ঝিকিমিকি
রোদ-ঝলমল আলো
এসেছে শরৎ হিমের পরশ
মনে উত্তাল ভালো।
নীলের দেশে সাদার দেশে
মন খুশিরই দেশ
ভরবে ঘরে মায়ের রেনু
দুগ্গা মায়ের প্রবেশ।
নিঝুম নিঝুম স্বপ্ন দেখা
বাদ্যি বাজে প্রাণে
চোখ বুজলেই আরতির তাল
বুকে বাঁধে গানে।
নতুন পোশাক নতুন জুতোয়
গন্ধে মাখামাখি
শরৎ যেন এসেছে শরৎ
করছে ডাকাডাকি।
