চীনের পাঠশালা
চীনের পাঠশালা




চীনের পাঠশালায় করোনা তুমি
শিখেছো শুধু যোগ আর গুণ,
তাইতো তুমি চলেছো বেড়ে
দ্বিগুণ থেকে- ত্রিগুণ- চতুর্গুণ।
এমন করে বাড়লে তো ভাই
হিসেব রাখা ভার!
কাকে ছেড়ে দেখব কাকে
শুশ্রুষাই বা করব -কখন কার??
ভাল আর লাগছে না এই
করোণা করোণা খেলা,
চারিদিকে দেখে এতো
মৃত্যু মিছিলের মেলা।
স্বজন হারার দু:খে উঠেছে আজ -
বিশ্বে ক্রন্দন রোল,
কতো জনেরে মেরেছো তুমি,
শূন্য করেছো কতো মাতৃক্রোর!!!
ভারতমাতার অভিষেকে সবারে আহ্বান-
করেছিলেন রবীন্দ্রনাথ,
রুখতে তোমায় বিশ্ব এবার
চলেছে মেলাতে হাত।
এবার তোমায় শিখতে হবে
বিভাজন আর বিয়োগ,
তবেই বিশ্বমানব হবে যে ভাই
করোনা হতে নীরোগ।
বিভাজন আর বিয়োগে থামবে-
তব ধ্বংসলীলা,
মানুষ আবার করবে শুরু-
তার আপন পথে চলা।।