চেতনা
চেতনা
1 min
145
ছিলাম এক মহৎ চেতনার সন্ধানে
পেলাম তা বিধির বিধানে,
তুচ্ছ হলো সব সাংসারিক মোহ,
নিয়তির নির্দেশে ছাড়লাম গৃহ।
নির্জন বনানী আমায় করলো আলিঙ্গন,
বসলাম ধ্যান করে গোবিন্দ বদন,
কেটে গেল কত রাত আর দিন
অনির্বচনীয় সুখে হলাম লীন।
একবার চেতনা জাগ্রত হলে হৃদয়ে,
জড়তার মৃত্যু ঘটে আনন্দ ছড়ায়ে
চিরন্তন সত্য সদা লাগে সুন্দর
থাকা যায় না মোটেই তাকে করে অন্তর ।
অন্তরাত্মা খোঁজে প্রভুর দর্শন
মৃত্যু নিশ্চয় করাবে প্রভুর মিলন,
দিব্য আনন্দে ভরে মোর মন,
সার্থক হবে আজ মোর এই জীবন ।।