অসম্ভব
অসম্ভব
ভদ্রলোক হওয়ার অনেক বিপদ।
যেতে যেতে লোকে বুট দিয়ে যত জোরেই পা পিষে দিক, 'স্যরি' বললে
হাসি হাসি মুখ করে আপনাকে বলতেই হবে--- ঠিক আছে।
রাস্তা দিয়ে আপনার বউ গেলে কেউ যদি রোজ রোজ খারাপ ইঙ্গিত করে
কু-প্রস্তাব ছুড়ে দেয়
আপনাকে বলতেই হবে--- ছেড়ে দাও। বখাটে ছেলে। ওদের দিকে কক্ষনো তাকিও না।
কেউ যদি প্রত্যেক দিন আপনার বাগানে ঢুকে
সব ক'টা ফুল সাপটে তুলে নিয়ে যায়,
মুচড়ে দিয়ে যায় পেয়ারা বা জামরুলের ডাল, তবু
ভদ্র হলে আপনি বলবেন--- ওরা গরিব মানুষ... নিয়েছে... কী করব...
অথবা খুব বেশি হলে, বাগানের পাঁচিলটাই উঁচু করাবেন আরও কয়েক হাত।
ব্যস এটুকুই, এর থেকে বেশি কিছু করা ভদ্রলোকের পক্ষে সম্ভব নয়।