STORYMIRROR

Manjula Acharya

Others

3  

Manjula Acharya

Others

অপরাহ্নে

অপরাহ্নে

1 min
186


জীবনের অপরাহ্ন ওই আসে নেমে,

লোকজনের কলরব যায় থেমে ।

ধীরে ধীরে জীবনের সব রঙ মুছে যায়,

স্মৃতির সাগরে ডুবে মনকে বোঝায় ।

জানালার পাশে একা একা বসে থাকা,

মনের ক্যানভাসে কত ছবি হয় আঁকা ।

অন্তর ভরে যায় শুধু বেদনার সুরে ,

পৃথিবীর মায়া কাটিয়ে যেতে হবে দূরে।

এই নশ্বর শরীর মাটিতে যাবে মিশে,

পরমাত্মার সাথে অপূর্ব মিলন হবে শেষে ।।


Rate this content
Log in